আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বলেছেন, সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ জড়িত ছিলেন না। মামলার এভিডেন্স অনুযায়ী আসামির ন্যায়বিচার এবং ওসি প্রদীপকে খালাস দেয়ার আবেদন করছি।
বুধবার (১২ জানুয়ারি) সকালে আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত ওসি প্রদীপের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন দাবি করেছেন।
বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চাঞ্চল্যকর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি ধার্য করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। বিষয়টি পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।