টেস্ট ক্রিকেটে লিটন দাস বিগত ২০২১ সালের শুরু থেকে যে ফর্মে আছেন, তাতে তাকে বর্তমান বিশ্বের সেরা উইকেটকিপার ব্যাটার বললে ভুল বলা হবে না। প্রতিটি সিরিজে তিনি সেটির প্রমাণও রাখছেন।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। ম্যাচটিতে বাংলাদেশ হেরে গেলেও এই ব্যাটসম্যান সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়েও লিটনের পারফরম্যান্সের ধারাবাহিকতার ফল মিলেছে। টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এক লাফে লিটন দাস ১৭ ধাপ এগিয়েছেন। এই মুহূর্তে তিনি ১৫তম স্থানে অবস্থান করছেন। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।