×

আন্তর্জাতিক

দিল্লিতে বেসরকারি অফিস কর্মীদের ঘরে থেকে কাজের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৩:৪২ পিএম

দিল্লিতে বেসরকারি অফিস কর্মীদের ঘরে থেকে কাজের নির্দেশ

ফাইল ছবি

ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেসরকারি অফিস বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি সরকাররের দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ। এর আগে সোমবার হোটেল, রেস্তোরাঁ, পানশালায় বসে পানভোজন বন্ধের নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

নির্দেশনায় বলা হয়েছে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বেসরকারি অফিসের কর্মীরা ‘হোম অফিস’ বা ঘরে বসে অফিসের কাজ করবেন।

গতকাল দিল্লিতে করোনা শনাক্ত হয় ১৯ হাজার জনের দেহে। গত রবিবারের তুলনায় যা কম মনে হলেও সামগ্রিক বিচারে অনেক। গতকাল সোমবার সংক্রমণের হার ছিলো ২৫ শতাংশ। ২০২১ সালের ৫ মে’র পর এটি সংক্রমণের সর্বোচ্চ হার। এমন পরিস্থিতিতে দিল্লি সরকার কোনো ঝুঁকি নিতে চায় না। এ বিষয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, আগামী দুই-একদিনের মধ্যেই শহরে সংক্রমণ চূড়ায় পৌঁছবে। এমনও হতে পারে, আমরা বর্তমানে সংক্রমণের চূড়াতেই অবস্থান করছি। তারপর থেকে ক্রমশ নেমে আসবে সংক্রমণ।

এর আগে ভারতের সরকারি ও বেসরকারি অফিসে অর্ধাংশ উপস্থিতির নির্দেশ দেয়া হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App