×

বিনোদন

করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ‘কাটাপ্পা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১০:৪৮ এএম

করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ‘কাটাপ্পা’

অভিনেতা সত্যরাজ

করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ‘কাটাপ্পা’
বিশ্বজুড়েই ফের করোনার সংক্রমণ বাড়ছে। এর থাবা থেকে রেহাই পাননি ভারতের বিনোদন জগতের তারকারাও। দেশটির সব প্রান্ত থেকেই একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার শোনা যাচ্ছে, করোনা পজিটিভ ‘বাহুবলি’ সিনেমার ‘কাটাপ্পা’ অর্থাৎ জনপ্রিয় দক্ষিণী তারকা সত্যরাজ। অভিনেতার শারীরিক অবস্থা নাকি এতটাই খারাপ যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বেশ কয়েকদিন আগেই সত্যরাজের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন এ অভিনেতা। কিন্তু পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই ৬৭ বছর বয়সী অভিনেতার চিকিৎসা চলছে। খবর হিন্দুস্তান টাইমস বাংলার। যদিও অভিনেতার হাসপাতালে ভর্তির খবর সম্পর্কে পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে এখনও কিছু জানানো হয়নি। তবে শোনা গিয়েছে, সত্যরাজের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে আগামী কয়েকটা দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই কাটাতে হবে তাকে। ছোটবেলা থেকেই এম জি রামাচন্দ্রন ও রাজেশ খান্নার অন্ধভক্ত ছিলেন সত্যরাজ। প্রথমে ভিলেন এবং পার্শ্ব-চরিত্র হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে একাধিক ছবিতে নায়কের ভূমিকাতেও দেখা যায় তাকে। তামিল, তেলেগু, মালয়ালাম সিনেমায় প্রায় ছয় দশক ধরে অভিনয় করছেন সত্যরাজ। ‘বাহুবলি’ সিনেমার ‘কাটাপ্পা’র চরিত্র সত্যরাজকে সারা ভারতে তুমুল জনপ্রিয় করে তোলে। বিশেষ করে সিনেমার প্রথব পর্ব ব্লকবাস্টার হওয়ার পর। কেন বাহুবলিকে হত্যা করেছিল কাটাপ্পা? এই প্রশ্নে তোলপাড় হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী। সে প্রশ্নের উত্তর অবশ্য ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ছবিতে পাওয়া গিয়েছিল। এর আগেও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সত্যরাজ। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এমন অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তার অনুরাগীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App