×

সাহিত্য

করোনা আক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১০:১৯ পিএম

করোনা আক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সর্দি, কাশি ও দুর্বলতা দেখা দিলে সোমবার নমুনা পরীক্ষা করান এই কথাসাহিত্যিক। মঙ্গলবার (১১ জানুয়ারি) তার পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে।

বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। নিজের করোনা আক্রান্তের খবর জানিয়ে এই লেখক বলেন, 'জ্বর আসেনি কখনও। উপসর্গ হিসেবে ক্লান্তি, দুর্বলতার সঙ্গে স্বাদহীনতা রয়েছে।'

উল্লেখ্য, বইমেলা উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদহ গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওই বইমেলা স্থগিত হয়ে যায়। পরে মালদহ থেকে বাড়ি ফিরে তার সর্দি, কাশি এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। ক্লান্তি ও দুর্বলতা থেকে যাওয়ায় তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App