×

জাতীয়

এবারো সংসদ অধিবেশনে প্রবেশাধীকার নেই সাংবাদিকদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৬:৩০ পিএম

এবারো সংসদ অধিবেশনে প্রবেশাধীকার নেই সাংবাদিকদের

সংসদ ভবন

এবারো একাদশ জাতীয় সংসদের ১৬ তম অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধীকার থাকছে না বলে জানিয়েছে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি রবিবার বিকেল ৪ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। চলমান কাভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশন-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান হচ্ছে। বছরের প্রথম এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষন দেবার রেওয়াজ রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এভাবেই বেশ কয়েকটি অধিবেশনে সাংবাদিকরা সংসদে প্রবেশ না করে টেলিভিশন দেখে অধিবেশন কাভার করে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App