×

আন্তর্জাতিক

ই-মেইল ফাঁস, লকডাউনে পার্টি করেছিলেন বরিস জনসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১১:১৭ এএম

ই-মেইল ফাঁস, লকডাউনে পার্টি করেছিলেন বরিস জনসন

লকডাউনের বিধি ভেঙে জনসনের পাঁচটি পার্টি করার অভিযোগ নিয়ে তদন্ত চলছে।

ই-মেইল ফাঁসে বিতর্কের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনাকালে লকডাউনের বিধি ভেঙে তিনি পার্টি করেছিলেন।

২০২০ সালে মে মাসে যখন যুক্তরাজ্যে লকডাউন চলছিলো, ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ৪০ জনকে নিয়ে গার্ডেন পার্টি করেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রচারমাধ্যম আইটিভি এ বিষয়ে জানিয়েছে, অতিথিদের ই-মেইলে আমন্ত্রণ জানানো হয়েছিলো। সেখানে ইংরেজি ভাষায় ‘ব্রিং ইওর ওন অ্যালকোহল’ (নিজের মদ নিজে আনো) লেখা ছিলো।

সে সময় দুজনের বেশি মানুষের জমায়েৎ নিষিদ্ধ হলেও বরিস জনসন শতাধিক ব্যক্তিকে আমন্ত্রণ করেছিলেন। খবর ডয়চে ভেলের।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান সচিব মার্টিন রেনল্ডস ই-মেইল পাঠিয়েছিলেন। সেখানে বলা হয়েছিলো, সামাজিক দূরত্ব মেনে আমরা সুন্দর একটি সময় কাটাবো। সন্ধ্যায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের গার্ডেন আমরা সমবেত হবে। অনুগ্রহ করে আধা ঘণ্টা আগে আসবেন এবং নিজের মদ নিজে আনবেন।

সেই পার্টিতে সস্ত্রীক জনসনসহ মোট ৪০ জন অংশ নেন। একে কেন্দ্র করে যুক্তরাজ্যে লকডাউনের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ করা হচ্ছে। এছাড়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা এমনই আরও পাঁচটি অভিযোগের তদন্ত করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App