প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ৮:২৮ অপরাহ্ণ
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। ছবি: ভোরের কাগজ
দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন চরফ্যাশন উপজেলার চর-কুকরি-মুকরী ইউনিয়নে বুধবার বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল বিভাগের প্রতিনিধিদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বুধবার বিকেল ৪টার দিকে তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থল চর-কুকরি-মুকরী রেস্ট হাউজে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলা ও ৩৭টি উপজেলার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক এসএমএ রাজ্জাক, প্রধান অর্থ ব্যবস্থাপক আবদুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দি মজুমদার, আইটি ইনচার্জ মেহেদী হাসান নিয়াজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।