×

আন্তর্জাতিক

মিয়ানমার নেত্রী সু চিকে ৪ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১১:৩৩ এএম

অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগে দুটি মামলার বিচারে মিয়ানমারের নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ডের রায় দিয়েছে দেশটির সামরিক আদালত। করোনার বিধিনিষেধ লঙ্ঘনের মামলায়ও তাকে দোষী সাব্যস্ত করা হয়।

সোমবার (১০ জানুয়ারি) ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর মিয়ানমারে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও উসকানির অভিযোগে সু চি’র বিরুদ্ধে আরও চার বছরের কারাদণ্ড দেয় সামরিক আদালত।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং। সেদিন থেকেই দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট, সরকারের উপদেষ্টা অং সান সু চিসহ গণতন্ত্রপন্থী অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে আসছে সামরিক সরকার। রাজপথে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বিক্ষোভকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App