×

জাতীয়

মহানায়কের প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পায়: মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৫:২১ পিএম

মহানায়কের প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পায়: মেয়র আতিক

সোমবার ডিএনসিসি মেয়র মো: আতিকুল ইসলাম নগরভবনের মূলফটকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। ছবি: ভোরের কাগজ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।

সোমবার (১০ জানুয়ারি) সকালে গুলশান-২ এর নগরভবনের মূলফটকে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সেই স্বাধীনতার স্থপতি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আজকের এই দিনে তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। মূলত ইতিহাসের এই মহানায়কের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App