×

বিনোদন

প্রথম কোরিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবস পেলেন অভিনেতা ও ইয়েং সু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৮:২০ পিএম

প্রথম কোরিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবস পেলেন অভিনেতা ও ইয়েং সু

অভিনেতা ও ইয়েং সু

প্রথম কোরিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবস পেলেন অভিনেতা ও ইয়েং সু

৭৯তম গোল্ডেন গ্লোবস আসরে টেলিভিশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন নেটফ্লিক্সের আলোচিত সাইভাইরাল থ্রিলার সিরিজ স্কুইড গেমের অভিনেতা ও ইয়েং সু। প্রথম কোনো কোরিয়ান হিসেবে এ বছর গোল্ডেন গ্লোবস পুরস্কার ওঠে স্কুইড গেমের এই অভিনেতার ঝুলিতে।

সিরিজে ও ইয়েং সু একজন সাধারণ বৃদ্ধ ওহ ইল চরিত্রে অভিনয় করেছেন। তাকে সিরিজে প্লেয়ার ০০১ বলে ডাকা হচ্ছিল। মৃত্যুর আগে আনন্দে সময় পার করতে চেয়েছিলেন স্কুইড গেমের ওহ ইল। এদিকে এমন সময় ও ইয়েং সু পুরস্কার জিতলেন, যখন দূর্নীতি ও বৈচিত্রহীনতার অভিযোগে গোল্ডেন গ্লোবস সমালোচনার মুখোমুখি হয়েছে।

হলিউড বয়কট করার কারণে এ বছরের গোল্ডেন গ্লোবস টেলিভিশন কিংবা অনলাইনে সম্প্রচারিত হচ্ছে না। কোনো দর্শক ছাড়াই গোল্ডেন গ্লোবসের অফিসিয়াল হোমপেজ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিজয়ীদের ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App