×

সারাদেশ

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৩:৪৬ পিএম

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

টাঙাইলের নাগরপুরে অনুষ্ঠিত ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

টাঙ্গাইলের নাগরপুরে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ষষ্ঠ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলে মামুদনগর ইউনিয়নের কাজী পাড়ায় গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শেখ জজ কামাল। এসময় প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্নিবীনা আইডিয়াল কলেজের শিক্ষক আব্দুল হাই মিয়া।

প্রাচীন বাংলার গ্রামীন জনপদের অন্যতম বিনোদন ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় লালমতি, বাহাদুর, বঙ্গবীর, সম্রাটসহ আরও বিভিন্ন নামের ঘোড়া অংশগ্রহণ করে। কদমে ও দাপটে- এই দুই ধাপে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার মানুষ জড়ো হন। প্রতিযোগিতা শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App