×

বিনোদন

গোল্ডেন গ্লোব: কাদের হাতে উঠল সেরার শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১২:১৭ পিএম

গোল্ডেন গ্লোব: কাদের হাতে উঠল সেরার শিরোপা
গোল্ডেন গ্লোব: কাদের হাতে উঠল সেরার শিরোপা

গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে গত কয়েক মাস ধরেই ব্যাপক বিতর্ক হলিউডে। হলিউড ফরেন প্রেস অ্যাসোশিয়েশনের পক্ষে আয়োজন করা হয় এই পুরস্কার, অস্কারের পর গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো এটি। এই পুরস্কারের বিরুদ্ধে বারবার বর্ণবিদ্বেষ, লিঙ্গ বৈষম্য, অস্বচ্ছতা এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

এই হলিউডের একটা বড় অংশ এই অ্যাওয়ার্ড সেরেমানি বয়কটের ডাক দিয়েছিলেন গত বছরই। টম ক্রুজের মতো তারকা নিজের গোল্ডেন গ্লোব পুরস্কার ফিরিয়ে দিতেও কুন্ঠাবোধ করেননি।

বিতর্কের মাঝেই এই বছর ৭৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার ছিল ব্যক্তিগত ইভেন্ট। অনুষ্ঠানের কোনো রকম লাইভ স্ট্রিমিং হয়নি, কেবলমাত্র গোল্ডেন গ্লোবস ওয়েবসাইটে প্রকাশ্যে আনা হয়েছে বিজেতাদের নাম।

এই বিতর্কিত গ্লোল্ডেন গ্লোবের আসরে ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতল ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। অন্যদিকে সেরা মিউজিক্যাল ছবি নির্বাচিত হয়েছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’। এক নজরে দেখে নিন বিজেতাদের তালিকা-

শ্রেষ্ঠ মোশন ছবি- ড্রামা দ্য পাওয়ার অব দ্য ডগ (বিজয়ী)

শ্রেষ্ঠ অভিনেতা- ড্রামা উইল স্মিথ (কিং রিচার্ড) শ্রেষ্ঠ অভিনেত্রী- ড্রামা

নিকোল কিডম্যান (বিইইং দ্য রিকার্ডোস ) শ্রেষ্ঠ মোশন ছবি- (মিউজিকাল অথবা কমেডি)

ওয়েস্ট সাইড স্টোরি শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিকাল অথবা কমেডি) অ্যান্ডু গারফিল্ড (টিক টিক বুম)

শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিকাল অথবা কমেডি) র‍্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)

শ্রেষ্ঠ পরিচালক জেন ক্যামপ (দ্য পাওয়ার অফ ডগ) শ্রেষ্ঠ চিত্রনাট্য বেলফাস্ট

শ্রেষ্ঠ ছবি- অ্যানিমেটেড এনক্যান্টো

শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি ড্রাইভ মাই কার (জাপান)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App