×

পুরনো খবর

গুলিস্তানে বাসচাপায় নিহতের ঘটনায় চালকের দোষ স্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৯:৫২ পিএম

গুলিস্তানে বাসচাপায় নিহতের ঘটনায় চালকের দোষ স্বীকার

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী নিহতের ঘটনায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মেঘলা পরিবহনের চালক মো. রাকিব শরীফ।

সোমবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জানুয়ারি সকালে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এসময় শেখ ফরিদ এবং মো. বাদশা মিয়া নামে দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। এ ঘটনায় নিহত শেখ ফরিদের ভাই মো. শাকিল ওই দিনই সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App