×

আন্তর্জাতিক

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ থেকে কয়েক হাজার আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১২:৪৯ এএম

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ থেকে কয়েক হাজার আটক

ছবি: সংগৃহীত

কাজাখস্তানে দেশব্যাপী ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলন থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলান টুরগুমবায়েভ স্থানীয় টেলিভিশন চ্যানেল খবর ২৪কে জানান, আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে গত কয়েকদিনে পাঁচ হাজার একশ' ৩৫ জনকে আটক করেছে। খবর ডয়েচে ভেলের।

আন্দোলনের সময় বিক্ষোভকারীরা কয়েকশ' পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বলে দাবি সরকারের।

তেলের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া এ বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন সরকার বলছে, তারা আন্দোলন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। বিশেষ করে দেশটির বৃহত্তম শহর আলমাতিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করছে তারা।

তার আগে বিক্ষোভ থামাতে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ রাশিয়ার সহযোগিতা চান। তার অনুরোধে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠায় প্রতিবেশি রাশিয়া।

হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভে ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলান টুরগুমবায়েভ।

রাজধানী নূর-সুলতানে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, কয়েক দিনের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৩০০ জন।

তার আগে সরকারের এক হিসেব অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে বিক্ষোভকারী ও নিরাপত্তানক্ষীসহ মোট ৪০ জন নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিক্ষোভের সময় অন্তত পুলিশের চারশ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাছাড়া ব্যংকসহ প্রায় এক হাজার দোকানপাট ভাঙচুর করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহের শেষদিকে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই সারাদেশে ছড়িয়ে পড়ে।

ধারণা করা হয়, দেশটির সাবেক প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের উপর ক্ষোভ থেকেই জনগণ জ্বালানি তেলের ইস্যুতে রাস্তায় নেমে আসে। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা হওয়ার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

এদিকে দেশটিতে চলমান আন্দোলন থামাতে বিক্ষোভকারীদের ‘দেখামাত্রই গুলি' করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। বিক্ষোভকারীদের তিনি ‘দস্যু ও সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করেন।

এর ফলে মানুষের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ আরো বাড়তে থাকে বলে ধারণা বিশ্লেষকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App