ঘুরে আসুন গজনী অবকাশ পর্যটন কেন্দ্র

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ , ৩:৪৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১০, ২০২২ , ৩:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ষষ্ঠ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলে মামুদনগর ইউনিয়নের কাজী পাড়ায় গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শেখ জজ কামাল। এসময় প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্নিবীনা আইডিয়াল কলেজের শিক্ষক আব্দুল হাই মিয়া।

প্রাচীন বাংলার গ্রামীন জনপদের অন্যতম বিনোদন ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় লালমতি, বাহাদুর, বঙ্গবীর, সম্রাটসহ আরও বিভিন্ন নামের ঘোড়া অংশগ্রহণ করে। কদমে ও দাপটে- এই দুই ধাপে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার মানুষ জড়ো হন। প্রতিযোগিতা শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়