×

খেলা

রহমতগঞ্জকে হারিয়ে একমাসে দুই শিরোপা আবাহনীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৮:১০ পিএম

রহমতগঞ্জকে হারিয়ে একমাসে দুই শিরোপা আবাহনীর

জয়ের আনন্দে মতোয়ারা আবাহনীর খেলোয়াড়রা

রহমতগঞ্জকে হারিয়ে একমাসে দুই শিরোপা আবাহনীর

ফেডারেশন কাপের ফাইনালে রবিবার রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতায় ট্রফি নিয়ে আবাহনীর খেলোয়াড়দের উল্লাস

রহমতগঞ্জকে হারিয়ে একমাসে দুই শিরোপা আবাহনীর

টুর্নামেন্ট সেরা আবাহনীর ড্যানিয়েল কলিন্দ্রেস

রহমতগঞ্জকে হারিয়ে একমাসে দুই শিরোপা আবাহনীর

এক মাসের ব্যবধানের দুই শিরোপা জেতায় আনন্দে মাতোয়ারা আবাহনীর খেলোয়াড়দের উল্লাস। ছবি: ভোরের কাগজ

ফেডারেশন কাপের ফাইনালে রবিবার কমলাপুর স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিল ঢাকা আবাহনী। ঘরোয়া লিগে চলতি মৌসুমে এক মাসের ব্যবধানে দ্বিতীয় শিরোপা জয়ীরা ফেডারেশন কাপে এ নিয়ে ১২ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।

আবাহনীর হয়ে ৪৫ মিনিটে ড্যানিয়েল কলিন্দ্রেস ও ৬৪ মিনিটে রাকিব হোসেন গোল দুইটি করেন। রহমতগঞ্জের হয়ে ফিলিপ আযহা ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন। ঘরোয়া লিগে চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে ঢাকা আবাহনীর। নতুন মৌসুমের শুরুতে তারা স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়। যেটি তাদের আসরটিতে দ্বিতীয় শিরোপা জয়।

[caption id="attachment_328271" align="alignnone" width="1280"] টুর্নামেন্ট সেরা আবাহনীর ড্যানিয়েল কলিন্দ্রেস[/caption]

স্বাধীনতা কাপে সর্বোচ্চ তিনবার শিরোপার স্বাদ পেয়েছে ঢাকা মোহামেডান। তবে ফেডারেশন কাপ জয়ের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ঢাকা আবাহনী। আকাশি-নীলরা প্রথমবার ফেডারেশন কাপের শিরোপা জেতে ১৯৮২ সালে। তবে সেটি একক নয়, মোহামেডানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে নিতে হয় তাদের। আসরটিতে আবাহনী একক শিরোপা জয়ের স্বাদ পায় ১৯৮৫ সালে।

এরপর একুশ শতকের আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে চারবার ফেডারেশন কাপের শিরোপা জেতে। একুশ শতকের প্রথম দশকের শুরুতে ও শেষে অর্থাৎ ২০০০ ও ২০১০ সালে তারা দুইবার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়। মাঝে পাঁচ বছর বিরতি দিয়ে ২০১৬ থেকে ২০১৮ টানা তিন বছর তারা ফেডারেশন কাপে আধিপত্য চালিয়ে শিরোপা জিতে নেয়।

[caption id="attachment_328272" align="alignnone" width="1280"] এক মাসের ব্যবধানের দুই শিরোপা জেতায় আনন্দে মাতোয়ারা আবাহনীর খেলোয়াড়দের উল্লাস[/caption]

রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপে ডজন শিরোপা জয়ের গৌরব অর্জন করে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। এর মাধ্যমে দেশের ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের দুটিই শিরোপাই জিতে নিল ঢাকা আবাহনী। বাকি রইল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি। সেটিও জিতলে ট্রেবল জয়ের রেকর্ড গড়বে আকাশি-নীলরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও সর্বোচ্চ সাফল্যধারী ক্লাব ঢাকা আবাহনী। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন তারা। তবে ২০১৭-১৮ মৌসুমের পর আসরটির শিরোপা আর তাদের হাতে উঠেনি।

এদিকে ঘরোয়া ফুটবলের কোনো আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি। এর আগে ২০১৯-২০ মৌসুমেও তারা ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল। কিন্তু বসুন্ধরা কিংসের বিপক্ষে সেবার তারা ২-১ গোলের ব্যবধানে হেরে শিরোপা খুইয়ে ছিল। একই ব্যবধানে আজ রবিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী কামাল স্টেডিয়ামে হেরে দ্বিতীয় বার আক্ষেপে পুড়ল পুরান ঢাকার ক্লাবটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App