×

আন্তর্জাতিক

ভারতে এবার করোনা শনাক্ত দেড় লাখ ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০১:৪২ পিএম

ভারতে এবার এক দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল। দেশটির একাধিক শহরে কড়া বিধিনিষেধ, রাতের বেলা কারফিউ, সাপ্তাহিক লকডাউন, দ্রুতহারে টিকাদান কর্মসূচি নেওয়ার পরও কোনো কিছুতেই বাধ মানছে না করোনা ভাইরাস। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

রবিবার (৯ জানুয়ারি) ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন ও মারা গেছেন ৩২৭ জন। এর মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার। খবর সংবাদ প্রতিদিনের।

দেশটিতে রবিবার করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে ১৩ শতাংশ বেশি। মৃত্যুর সংখ্যাও অনেকটা বেশি। এছাড়া দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে পৌঁছেছে।

তবে মোট আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যাটা কম। এখনও পর্যন্ত করোনায় ভারতে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জন।

করেনা মহামারীর দুই বছরে ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। গত এক দিনে আরও ৩২৭ জন মারা যাওয়ায় কোভিডে মোট মৃত্যু পৌঁছেছে ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জনে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগী ৫ লাখ ৯০ হাজার ৬১১ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লাখ ১৮ হাজার বেশি। এ সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয় ধরাচ্ছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ভারতে ৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬০৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন।

এদিকে ওমিক্রনের চলতি ‘সুনামি’তে ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যেই ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে মাদ্রাজ আইআইটির এক সমীক্ষায় উঠে এসেছে।

এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন বলে  এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

সর্বশেষ গত বছরের ২৪ ডিসেম্বর করোনা ভাইরাসের বিষয়ে বৈঠক করেছিলেন মোদী। সে সময় তিনি ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ব্যাপারে সবাইকে সতর্ক হতে বলেছিলেন।

গত বছরের মাঝামাঝি সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিপর্যয়কর পরিস্থিতি সামলে ভারতে করোনা রোগীর সংখ্যা কমে এলেও ডিসেম্বরের শেষ থেকে আবারও শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App