×

খেলা

দুই দিনে ১৬৭০ কিমি. সাইকেল চালিয়ে গিনেজ বুকে ৪ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:২৯ এএম

দুই দিনে ১৬৭০ কিমি. সাইকেল চালিয়ে গিনেজ বুকে ৪ বাংলাদেশি

সাইক্লিংয়ে রেকর্ড করা ৪ বাংলাদেশি

বাংলাদেশি সাইক্লিস্টদের একটি দল ৪৮ ঘণ্টায় এক হাজার ৬৭০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন।

শনিবার (৯ জানুয়ারি) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানায়, গত ১০ ডিসেম্বর দলটি ঢাকায় সাইক্লিংয়ের এই রেকর্ড গড়েছে।

বিশ্ব রেকর্ড করা এই চার সাইক্লিস্ট হলেন- দ্রাবিড় আলম, তানভীর আহমেদ, মো. আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম। ৪৮ ঘণ্টায় রিলে পদ্ধতিতে তারা ১৬৭০ দশমিক ৩৩৪ কিলোমিটার সাইক্লিং করেছেন। তবে তারা কেউ পেশাদার সাইক্লিস্ট নন। তাদের দলের নাম টিম বিডিসি। ঘূর্ণিঝড় আজওয়াদের সময় বৈরি আবহাওয়ার মধ্যে ঢাকার পূর্বাচলে ৮-১০ ডিসেম্বর তারা সাইক্লিংয়ে রেকর্ড করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে টিম বিডিসি জানায়, ৪৮ ঘণ্টার সাইক্লিং ছয়টি ক্যামেরায় রেকর্ড করা হয়। জিপিএস দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। প্রচুর ছবিও তোলা হয়। এর বাইরেও ১৩ জন প্রত্যক্ষদর্শী ও সার্ভায়ারের সাক্ষ্য প্রায় এক মাস সময় ধরে যাচাইয়ের পর গতকাল শনিবার গিজেন কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App