×

আন্তর্জাতিক

ইরানে সোলাইমানির মূর্তি পুড়িয়ে দেওয়া হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৭:২৭ পিএম

ইরানে সোলাইমানির মূর্তি পুড়িয়ে দেওয়া হলো

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি। ছবি: সংগৃহীত।

উন্মোচনের কয়েক ঘণ্টা পরেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মূর্তি পুড়িয়ে দিয়েছে দেশটির প্রতিবাদকারীরা।

বুধবার (৫ জানুয়ারি) সোলাইমানির হত্যার দুই বছর পূর্তিতে ইরানের সাবেক এই শীর্ষ জেনারেলের মূর্তি দেশটির শাহরেকর্ড শহরে স্থাপন করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাতে আগুন জ্বালিয়ে দেয়। তবে ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। খবর নিউ আরব টাইমসের।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির প্রাদেশিক প্রতিনিধি মোহাম্মদ আলী নেকোনাম এ ভাঙচুরকে অপবিত্র ও নির্লজ্জ কাজ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এই বিশ্বাসঘাতক অপরাধ রাতের আঁধারে করা হয়েছে যেমনটি বাগদাদ বিমানবন্দরে রাতের আঁধারে করা হয়েছিল।

এক ভিডিওতে দেখা গেছে, সোলাইমানির মূর্তিতে আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে এবং তার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি। সোলাইমানিকে হত্যার ঘটনার পর ইরানে বহু মূর্তি স্থাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App