দেশে করোনার সংক্রমণ উধ্বমুখী। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনা করে স্কুল খুলে রাখার সিদ্ধান্ত নেয়া হবে।
রবিবার (৯ জানুয়ারি) রাতে সংক্রমণ বেড়ে চলায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এখনি বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান।
আজ সকালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের দ্রুত টিকার আওতায় এনে কীভাবে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়া যায় সেই বিষয়ে ভাবছে সরকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।