×

জাতীয়

রুমিন ফারহানা যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৫:২৫ পিএম

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রায় আড়াই ঘণ্টা পর মুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে যোগ দিয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রুমিন ফারহানার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে জেলা বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন।

এর আগে দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোল প্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা।

ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া আসার পথে রুমিন ফারহানা পুলিশি বাধার মুখে পড়েন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রুমিন ফারহানা বিএনপির সমাবেশে যোগ দিতে আশুগঞ্জ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ভৈরব টোল প্লাজায় তাকে এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। অনেক কথাকাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু) দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জে সেতুর ওপরই পুলিশ আবার তাকে আটক করে। মূলত পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে জেলা বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ ডাকায় পৌর এলাকায় ১৪৪ ধারা চলছে। তাই সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যেই সেখানে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা উপস্থিত হয়েছেন।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আজ বেলা দুইটার দিকে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ ডেকেছিল জেলা বিএনপি। পরে একই স্থানে বেলা তিনটায় ছাত্রলীগও ছাত্রসমাবেশের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। পরে ১৪৪ ধারার আওতাধীন এলাকার বাইরে গিয়ে বিএনপি সমাবেশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App