×

জাতীয়

রাজধানীর কাপ্তানবাজারে আগুন, একজনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ এএম

রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কাপ্তান বাজার কসাই পট্টি দোকানপাটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাপ্তান বাজার সংলগ্ন বিসিসি রোডের আবাসিক এলাকার লোকজন ভয়ে বাসা-বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত জানতে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে থাকা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর জানা যায়নি। তবে আগুনে পাইকারি এ বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। দেওয়ান আজাদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তারা তাৎক্ষণিক জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App