×

আন্তর্জাতিক

ভারতে আবারও লাখের ওপর করোনা শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ১২:০৩ পিএম

ভারতে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। দেশটিতে পুরোদমে শুরু হয়ে যাওয়া করোনার তৃতীয় ঢেউয়ে একদিন আগেই সংক্রমণ লাখ ছাড়িয়ে গেছে। শনিবার (৮ জানুয়ারি) সে ধারাবাহিকতায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৮৬ জনের। গতকালের তুলনায় এ সংক্রমণের হার বেড়েছে ২১ শতাংশ, পজিটিভিটির হার ৯ শতাংশ। খবর এনডিটিভির। গত সপ্তাহে করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার পর খুব দ্রতই শনাক্তের সংখ্যা লাখ অতিক্রম করেছে। নজিরবিহীনভাবে ভারতে করোনা ছড়িয়ে যাওয়ার পর এখন দেশটিতে ওমিক্রন ধরনের ব্যাপক সংক্রমণ হচ্ছে। বর্তমানে ভারতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার ৩৭২। এদিকে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০৭১। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,২০৩ জন। এদিকে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। এখনও পর্যন্ত করোনায় ভারতে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন। দেশটিতে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়ার জন্য ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাদান শুরু হয়েছে। ১০ জানুয়ারি ষাটোর্ধ্ব বয়সীদের প্রিকশন ডোজও দেওয়া হচ্ছে। ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে দেড় কোটির বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। টিকাদানের পাশাপাশি দেশটিতে করোনা পরীক্ষার ওপরও জোর দেয়া হচ্ছে। বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯ জন। এখনও পর্যন্ত দেশটিতে ৩ কোটি ৪৪ লক্ষ ১২ হাজার ৭৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App