×

আন্তর্জাতিক

ফিলিপাইনে টিকা না নিলে ‘গ্রেপ্তার করা হবে’: দুতার্তে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ১২:২৮ এএম

ফিলিপাইনে টিকা না নিলে ‘গ্রেপ্তার করা হবে’: দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

যারা এখনও করোনা টিকা নেননি, তাদের বাড়ি থেকে বের হওয়ার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। পাশাপাশি হুমকি দিয়েছেন, সরকারের এ নির্দেশ যারা অমান্য করবেন, তাদের গ্রেপ্তার করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতার্তে বলেন, টিকা না নেয়া ব্যক্তিকে নজরদারির মধ্যে রাখতে দেশটির বিভিন্ন অঞ্চলের নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

দুতার্তে বলেন, যদি কোনো ব্যক্তি করোনা টিকা না নেয়া ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে আসেন, তাহলে প্রথমে তাকে আটকানো হবে। তারপরও যদি তিনি কথা না মানেন, সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App