×

জাতীয়

দেশে ফিরলেন ভারতে পাচারকৃত ২১ নারী-শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ১২:১৭ এএম

দেশে ফিরলেন ভারতে পাচারকৃত ২১ নারী-শিশু

প্রতীকী ছবি

বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে ভারতে যাওয়ার পর আটক হওয়া ২১ নারী ও শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার তারা দেশে প্রত্যাবাসন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী, তাদের দেশে আনা হয়েছে। এসব নারী ও শিশুকে আটক করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফহোমে রাখা হয়েছিল।

প্রত্যাবাসন অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ও সহকারী সচিব (কল্যাণ) এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষসহ ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App