×

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় করোনার হানা, সর্বোচ্চ রোগী শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ১২:২৫ পিএম

গত ২৪ ঘণ্টায় আর্জেন্টিনায় মহামারি শুরুর পর সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি বিশ্বে শুক্রবার করোনা আক্রান্তের রেকর্ড নেহায়েত কম ছিলো না।

শুক্রবার (৭ জানুয়ারি) থেকে শনিবার বেলা সোয়া ১২টা পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স বলছে, এ দিন বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৯০৪। মারা গেছেন ৫৪ লাখ ৯৭ হাজার ৭১০। সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৮৭৪।

গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড সংখ্যক রোগী আক্রান্ত হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, ভারত ও আর্জেন্টিনায়। এর মধ্যে আর্জেন্টিনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App