×

জাতীয়

সিলেট বিভাগে নৌকার ভরাডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৪:০২ পিএম

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে সিলেট বিভাগজুড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের নৌকার ভরাডুবি হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সিলেট বিভাগের চার জেলায় ৭৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। ফলাফল ঘোষণা হওয়া ৭৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা ৪৪টিতেই প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হয়েছেন। এমন বিপর্যয়ের মধ্যে ২৯টিতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার সিলেট বিভাগে অনুষ্ঠিত ৭৩টি ইউনিয়নের মধ্যে দুই-তৃতীয়াংশ বর্তমান চেয়ারম্যান নতুন প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে সিলেট জেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৬টির ফলাফল হয়েছে। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন। নৌকাকে হারিয়ে ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২টিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, স্বতন্ত্র ব্যানারে ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপি ও ১টিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।

সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ১৮ ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকার প্রার্থী বিজয়ী হলেও ১১টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। ১১ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী, ২ ইউনিয়নে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন ১টি ইউনিয়নে।

হবিগঞ্জ জেলার ২১টি ইউনিয়নের মধ্যে মাত্র ৬টিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকধারী প্রার্থী। বাকি ১৫টিতে নৌকার ভরাডুবি হয়েছেন।

মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। বাকি ৮টিতে নৌকার ভরাডুবি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App