×

আন্তর্জাতিক

মেক্সিকোর গভর্নর অফিসের সামনে গাড়ি থেকে ১০ মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৫:০২ পিএম

মেক্সিকোর গভর্নর অফিসের সামনে গাড়ি থেকে ১০ মৃতদেহ উদ্ধার

মেক্সিকোতে এই গাড়িতেই পাওয়া গেছে অজ্ঞাত ১০ জনের মৃতদেহ। ছবি : সংগৃহীত

মেক্সিকোর সাকাতেকার প্রদেশে গভর্নরের অফিসের সামনে একটি গাড়ির ভেতর ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বৃহস্পতিবার স্থানীয় সময় (৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

গভর্নরের কার্যালয়ের বাইরে এক চত্বরের মাঝখানে ফেলে যাওয়া একটি এসইউভিতে ওই মৃতদেহগুলো পাওয়া যায় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির একাধিক কর্মকর্তা জানান, প্রথমে তাদের গাড়িটি দেখে সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন মেক্সিকোর সাকাতেকার প্রদেশের গভর্নর ডেভিড মনরেল। তিনি বলেন, মৃতদেহগুলো প্যালেসের সামনে ফেলে দিতে এসেছিল তারা। আলামত দেখে বোঝা যাচ্ছে, নিহতরা সম্ভবত ব্যাপক মারধরের শিকার হয়েছিলেন।

বিষয়টি নিয়ে তদন্তে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় সহায়তার ঘোষণা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App