×

আন্তর্জাতিক

ভারতে করোনার দাপট, এক দিনে সংক্রমণ লাখ ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০২:১২ পিএম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। সাত মাস পর ভারতে এক দিনেই এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলো। শুক্রবার (৭ জানুয়ারি) দেশটিতে নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে গত বছরের ৬ জুন ভারতে একদিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। খবর এনডিটিভির। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে, এ দিন ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০২ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের বড় শহরগুলোতে ডেল্টাকে পেছনে ফেলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনও আধিপত্য বিস্তার করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটিতে নতুন করে ৩৭৭ জনের দেহে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত নভেম্বরে ভারতে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে। বৃহস্পতিবার ভারতে ৯০ হাজার ৯২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এই হিসেবে শুক্রবার সকালে নতুন রোগী ২৮ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৭টি প্রদেশে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে মোট সংক্রমিত ৩ হাজার ৭ জনের মধ্যে ৮৭৬০ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। আর দিল্লিতে সংক্রমিত হয়েছে ৪৬৫ জন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App