×

আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ৩০ কোটি ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ১০:৩৮ পিএম

বিশ্বে করোনা শনাক্ত ৩০ কোটি ছাড়াল

প্রতীকী ছবি

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন সংক্রমণের তীব্রতার মধ্যেই বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি। এই মুহূর্তে (রাত সাড়ে ১০টা) সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩০ কোটি ১৪ লাখ ৯১ হাজার ২১৪ জন। বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়াতে এক বছর সময় লাগলেও ডেল্টার দাপটে পরের ১০ কোটি শনাক্তে লাগে অর্ধেক সময়। তবে এরপরের ১০ কোটি শনাক্তে সময় লেগেছে আরও কম সময়; মাত্র পাঁচ মাস সময় লেগেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকা না নেয়া ব্যক্তি এবং ওমিক্রনের সুনামির কারণে রোগী শনাক্তের এ উল্লম্ফন ঘটেছে।

২০১৯ সালের ১২ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে মানবদেহে করোনাভাইরাস সংক্রমণের প্রথম খবর আসে। এরপর সেই ভাইরাস দ্রুত পৃথিবীর প্রায় সব প্রান্তে পৌঁছে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসের নাম দেন ‘কোভিড-১৯’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App