×

আন্তর্জাতিক

ফিলিস্তিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৭ পিএম

ফিলিস্তিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ফিলিস্তিনে সড়ক দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত।

ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা সবাই ফিলিস্তিনি শ্রমিক।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পশ্চিম তীরের জর্ডান ভ্যালিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

জর্ডান ভ্যালির ফাসাইল গ্রামের কাছে এক মহাসড়কে শ্রমিকেরা গাড়িতে করে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এর ফলে হতাহতের ওই ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফিলিস্তিনি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা ফিলিস্তিনি শ্রমিক। তারা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে আকরাবা এলাকার বাসিন্দা। তাদের মরদেহ জেরিকো শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সাতজন নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার এক দিনের শোক ঘোষণা করেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App