×

সাহিত্য

ছুটির দিনের সন্ধ্যায় বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৯:২৪ পিএম

ছুটির দিনের সন্ধ্যায় বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’

মঞ্চে ‘মাংকি ট্রায়াল’ নাটকের একটি দৃশ্য

ছুটির দিন সন্ধ্যায় শুক্রবার (৭ জানুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় বাতিঘরের নাটক ‘মাংকি ট্রায়াল’। নাটকটি ছিল নাট্যদলটির ১৫তম প্রযোজনার দ্বিতীয় মঞ্চায়ন।

জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি রচিত এই নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন মুক্তনীল।

১৯২৫ সালে যুক্তরাষ্ট্রের হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটসের বিরুদ্ধে বাটলার আইন লঙ্ঘনের দায়ে মামলা হয়। বাটলার এমন একটি রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের ক্লাসে সৃষ্টিবাদের স্থলে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই কে হর্নবেকের রিপোর্টিংয়ের মাধ্যমে মিডিয়ায় এই মামলা তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামিপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান ও পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। গল্পটি ১৯২৫ সালে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মামলা ‘স্কোপস মাংকি ট্রায়ালে’র সত্য ঘটনার অবলম্বনে নাটকটি রচিত হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যশিল্পীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App