×

আন্তর্জাতিক

কাজাখস্তানে বিক্ষোভে বিনা নির্দেশে গুলি করবে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৪:০৬ পিএম

কাজাখস্তানে বিক্ষোভে বিনা নির্দেশে গুলি করবে রাশিয়া

কাজাখস্তানে বিক্ষোভকারীদের ওপর শুক্রবার রাশিয়ার সৈন্যরা গুলিবর্ষণ করছে। ছবি : সংগৃহীত

কাজাখস্তানে ‘স্বৈরাচারী সরকারবিরোধী বিক্ষোভে’ নিরাপত্তা বাহিনীকে বিনা নির্দেশে গুলি চালানোর অনুমতি দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করে।

শুক্রবার (৭ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ টেলিভিশনে দেয়া ভাষণে এ নির্দেশ দেন।

এর আগে বিক্ষোভকারীদের ‘বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত’ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু এ কথার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সৈন্যরা ‘শান্তি প্রতিষ্ঠার জন্য এদেশে এসেছেন’। বিক্ষোভকারীদের নির্মূল না করা পর্যন্ত তারা থাকবে।

ভাষণে রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) ২৫০০ সৈন্যকে ‘বিশেষ ধন্যবাদ’ জানান কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম।

বৃহস্পতিবার কাজাখস্তানের প্রধান শহর আলমাটিসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে আজ শুক্রবার পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন। এ বিক্ষোভ শুরু হয়েছে চলতি সপ্তাহের রবিবার (২ জানুয়ারি) থেকে। দেশটিতে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হয় সরকারবিরোধী এই বিক্ষোভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App