×

জাতীয়

করোনায় মৃত্যু কমলেও বাড়ল শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৬:০১ পিএম

প্রায় তিন মাস পর দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৯৮ জনে উন্নীত হলো। নতুন করে মৃত্যু ছাড়াও একই সময়ে নতুন করে আরও শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৬ জন করোনা রোগী। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ২০৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ১,১৪০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App