ট্রাম্প গণতন্ত্রের উপর হামলা চালিয়েছেন: বাইডেন

আগের সংবাদ

জনসমক্ষে মেয়েকে উপেক্ষা সানির! ড্যানিয়েলের দাবি, নিশা ‘রাজকন্যার মতো

পরের সংবাদ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও এগিয়ে রইল ভারত

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১২:০৮ অপরাহ্ণ

ভারতের বিরুদ্ধে জোহানেসবার্গে প্রথম বার টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে সিরিজে সমতা ফেরানোর সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ডিন এলগারের দল কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও তুলে নিয়েছে। জয়ের শতাংশের হিসেবেও দুটো টেস্ট খেলে একটাতে জিতে তারা এগিয়ে গেল। যদিও পয়েন্ট তালিকায় তারা ভারতের থেকে এক ধাপ নীচেই রয়েছে।

দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে হারের পর আট নম্বরে ছিল। দ্বিতীয় টেস্টে জিতে তারা পাঁচ নম্বরে উঠে এসেছে। ৫০ শতাংশ ম্যাচ জিতে প্রোটিয়ারা তিন ধাপ উঠে আসে। ভারত অবশ্য হারের পরও চার নম্বর জায়গা ধরে রেখেছে। ভারতের জয়ের হার ৫৫.২১ শতাংশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট নয়, জয়ের শতাংশের হিসেবে ক্রমতালিকা নির্ধারিত হয়। এজন্য দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জেতায় তাদের জয়ের হার ৫০ শতাংশ।

পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া শীর্ষ স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুই দলই এখনও পর্যন্ত সব ম্যাচ জেতায় তাদের জয়ের হার ১০০ শতাংশ।

টিআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়