সংখ্যালঘু নির্যাতনের ঘটনা স্বাধীনতাকে ম্লান করছে

আগের সংবাদ

৪-৫ জন ছাড়াও দলে আরও ভালো ক্রিকেটার আছে: সাকিব

পরের সংবাদ

জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস শনিবার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২ , ৯:৫০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৭, ২০২২ , ১০:০৪ অপরাহ্ণ

জানুয়ারি মাসকে সচেতনতা মাস হিসেবে পালনের পাশাপাশি ২০১৮ সাল থেকে জানুয়ারির দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস পালন করে আসছে মার্চ ফর মাদার (জননীর জন্য পদযাত্রা) নামের প্ল্যাটফর্ম।

আগামীকাল শনিবার পঞ্চমবারের মতো এই দিবস উদযাপনের অংশ হিসেবে ১৭টি সংগঠনের সমন্বয়ে গোলটেবিল আলোচনা, পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বৈশ্বিক কৌশল: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা শেষে জননীর জন্য রাজধানীর প্রেসক্লাব থেকে বিজয়নগর, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়