×

অপরাধ

শিল্পকলার ডিজি লাকীকে তলব করেছে দুদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছে পাঠানো নোটিশে তাকে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে ওইদিন সকাল ১০টায় হাজির হয়ে অনুসন্ধান কাজে সহযোগিতা করতে বলা হয়েছে।

দুদকের আইন অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তিকে ডাকা হলে তিনি যথাসময়ে হাজির না হলে অভিযোগ সম্পর্কে তার বক্তব্য নেই বলে ধরে নেয়া হয়। একই সঙ্গে আইন অনুযায়ী অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, ঘুষ, দুর্নীতি, ভুয়া বিল-ভাউচারের প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। অনুসন্ধানের স্বার্থে আগামী ১১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে দুদক থেকে শিল্পকলা একাডেমিতে চিঠি পাঠানো হয় গত বৃহস্পতিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App