×

আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৯১ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১২:১৩ পিএম

ভারতে পুরোদমে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটিতে রেকর্ডহারে সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৯১ হাজার করোনা শনাক্ত করা হয়।

বুধবারের তুলনায় এদিন ৫৬.৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পায়। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৮ জন।

গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। অর্থাৎ একদিনেই দেশটিতে প্রায় ৩৩ হাজার সংক্রমণ বেড়েছে। তবে বুধবারের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৯ জন।

দেশটিতে করোনার সঙ্গে পাল্লা দিয়ে ওমিক্রনও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০। বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩০ জন। গত ১ দিনে ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App