×

আন্তর্জাতিক

ওমরাহ পালনকালে ১০ দিনের ব্যবধান বাধ্যতামূলক করলো সৌদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১২:১২ এএম

ওমরাহ পালনকালে ১০ দিনের ব্যবধান বাধ্যতামূলক করলো সৌদি

মক্কার মসজিদ-আল হারাম

করোনা মহামারি নিয়ন্ত্রণে যেসব দেশের ওপর বিধিনিষেধ নেই, সেসব দেশ থেকে আসা ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এ নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করতে হবে।

বুধবার (৫ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, টুইটারে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নতুন এই নির্দেশনার ঘোষণা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে। এক্ষেত্রে ১০ দিন বিরতি দিয়ে আবেদনকারীদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App