বিএনপি দলীয় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন। তার পরিবারের সদস্যরা সবাই ঢাকার বাসায় আইসোলেশনে আছেন।
মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয় করোনা পরীক্ষা সেন্টার থেকে রিপোর্টটি পেয়েছি। আমি, দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী সবাই করোনায় আক্রান্ত হয়েছি। হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাই বাসায় আছি। তিনি সবার দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।