আওয়ামী লীগের সাংসদ এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেছেন স্ত্রী ডা. জাহানারা এহসান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন জাহানারা।
জিডিতে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তিনি (ডা. মুরাদ) কারণে-অকারণে আমাকে ও আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যেকোনো সময়ে ক্ষতিসাধন করিতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।