খুলনার ডুমুরিয়ার শোলগাতিয়া হদেরাম তলা বাজারে শরিফুল সরদারের চায়ের দোকান থেকে বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জুয়ার সারঞ্জামাদি ও নগদ অর্থসহ আটজন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডুমুরিয়ার রুদাঘরা এলাকার গণি বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (২৫), মৃত আলী শেখের ছেলে মান্নান শেখ (৩৩), উপানন্দ সরদারের ছেলে দীনেশ সরদার (২৮) ও সমরেশ সরদার (২২), জাহিদুল সরদারের ছেলে বাপ্পী সরদার (২২), পরিমল গাইনের ছেলে উজ্জ্বল গাইন (২৪), মৃত আজিজ সরদারের ছেলে মো. বিল্লাল সরদার (৪০) এবং চহেড়া এলাকার মৃত ভবনাথ মণ্ডলের ছেলে শ্যামপদ মণ্ডল (৫০)।
এ ঘটনায় এসআই ইন্দ্ৰজিৎ মল্লিক বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।