×

আন্তর্জাতিক

কাজাখস্তানে সেনা পাঠিয়েছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম

কাজাখস্তানে সেনা পাঠিয়েছে রাশিয়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে চরম অস্থিরতা বিরাজ করছে কাজাখস্তানে। ছবি: ইন্টারনেট।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে চরম অস্থিরতা বিরাজ করছে কাজাখস্তানে। এ নিয়ে দেশটির সরকারের ইতোমধ্যে পতন ঘটেছে। এমন পরিস্থিতি দমাতে দেশটিতে সেনা পাঠিয়েছে রাশিয়া।

রয়টার্সে প্রকাশিত খবর থেকে জানা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কাজাখস্তানে আধাসামরিক বাহিনী পাঠিয়েছে রাশিয়া।

কাজাখস্তানের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির প্রধান শহর আলমাটিতে তারা ডজনখানেক দাঙ্গাকারীকে হত্যা করেছে। অন্যদিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দাঙ্গাকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে দুইজনের মাথা কেটে নেওয়া হয়েছে। এছাড়া ৩০০ জনের বেশি কর্মকর্তা আহত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব চালিয়েছে কাজাখস্তানের পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা সরকারি ভবনের ওপর হামলা চালাতে চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে। গুলিতে ডজনখানেক বিক্ষোভকারী নিহত হয়েছে।

কাজাখস্তান পুলিশের মুখপাত্র সালতানেট আজিরবেক বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, দেশের বৃহত্তম শহর আলমাটিতে চরমপন্থী শক্তি রাতজুড়ে প্রশাসনিক ভবন ও পুলিশ বিভাগে প্রবেশের চেষ্টা চালায়।

তিনি আরও বলেন, ডজনখানেক হামলাকারীকে নির্মূল করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০০ এর বেশি জনকে আটক করা হয়েছে।

দেশটিতে গত শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এর পরের দিন দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটিসহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App