করোনা মহামারি নিয়ন্ত্রণে যেসব দেশের ওপর বিধিনিষেধ নেই, সেসব দেশ থেকে আসা ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এ নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করতে হবে।
বুধবার (৫ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, টুইটারে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নতুন এই নির্দেশনার ঘোষণা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে। এক্ষেত্রে ১০ দিন বিরতি দিয়ে আবেদনকারীদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।