×

জাতীয়

৩ বিসিএসে ৮৪ নিয়োগবঞ্চিতকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:০৯ পিএম

৩৬, ৩৭ ও ৩৯ তম বিসিএসে বিভিন্ন ক্যডারে উত্তীর্ণ এবং পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়েছে, অবিলম্বে এসব প্রার্থীকে নিয়োগ দিতে হবে।

বিষয়টি নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, রায়ে এটাও বলা হয়েছে যে কারও রিপোর্ট নেতিবাচক পাওয়া গেলে তাকে নিয়োগ দেওয়া হবে না।

রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও মিজানুর রহমান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে নিযুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। তবে কারও বিরুদ্ধে মামলা থাকলে তাকে নিয়োগ করা হবে না।

২০২০ সালে ৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিত ৮৪ জন পৃথক পৃথক রিট করেন। এর মধ্যে ৩৬তম বিসিএসের ১০ জন, ৩৭তম বিসিএসের ৩৮ জন ও ৩৯তম বিসিএসের ৩৬ জন পৃথক চারটি রিট করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App