×

সারাদেশ

সিরাজগঞ্জের ১৮ ইউপিতে ভোট গ্রহণ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১২:৫৮ এএম

  • কাজীপুরের ১১ ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতা চেয়ারম্যান

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজ সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম ধাপে সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১১টিতেই চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ৫৪৮ জন, সংরক্ষিত নারী আসনে ১৯৩ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কাওয়াকোলায় একজন সাধারন সদস্য প্রার্থী, কাজিপুরে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ১৮টি ইউনিয়নের ১৮৩ টি কেন্দ্রে (সদর ২০টি + তাড়াশ ৩৭টি + কাজিপুর ১২৬টি) মোট ৩,০৬,৮৩৩ জন (সদর ২৮৫৬৮+ তাড়াশ ৬৯,৫২৩+ কাজিপুর ২,০৮,৭৪২) ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মাঝে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৮৩ জন (সদর ১৩৮১০+ তাড়াশ ৩৪,৬১৪+ কাজিপুর ১,০১,৮৫৯) এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৫০জন (সদর ১৪৭৫৮+ তাড়াশ ৩৪৯০৯+ কাজিপুর ১,০৬,৮৮৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App