×

জাতীয়

সাভারে বুথে প্রকাশ্যে সিল, ক্ষোভ ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৪:০৬ পিএম

সাভারের আশুলিয়া ইউনিয়নের কয়েকটি বুথে প্রকাশ্যে জোর করে সিল মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি প্রশ্ন তুলেছেন- কী নির্বাচন করছি আমরা?

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার এই ক্ষোভ প্রকাশ করেন।

মাহবুব তালুকদার বলেন, এখানে অনেক বুথ দেখে আমি হতাশ। কোথাও কোন লোকজন নেই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে। এ ঘটনার সাক্ষী আছেন। সাংবাদিকরাও তা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আছে, র‌্যাব আছে। কিন্তু কেউ কিছু বলেননি।

এ সময় এসব অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন। তবে সাভারে কয়েকটি বুথে নির্বাচনের এমন অবস্থায় নির্বাচনের দায়িত্বে থাকা সবার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App