×

জাতীয়

ভাসানচরে যাত্রা করলো আরও ৪১৪ রোহিঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৪:০২ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে নবম ধাপে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরও ৪১৪ রোহিঙ্গা।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর দুইটায় উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে আটটি বাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে তারা। সেখান থেকে আগামীকাল বৃহস্পতিবার নোয়খালীর ভাসানচরে নেওয়া হবে তাদের।

বিষয়টি নিয়ে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা বলেন, নবম ধাপের প্রথম পর্যায়ে আটটি বাসে করে ৪১৪ জন রওনা দিয়েছেন। স্বেচ্ছায় যেতে আগ্রহীদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে।

জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটি দ্বিতীয় দফায় স্থানান্তর কার্যক্রম। এর আগে পর্যায়ক্রমে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় সাড়ে ১৯ হাজার রোহিঙ্গাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App