×

খেলা

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভূয়সী প্রশংসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১১:১০ এএম

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভূয়সী প্রশংসা

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া টাইগার অধিনায়ক মুমিনুল হককে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে খেলতে গিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকেই মর্যাদার টেস্ট ক্রিকেটে হারিয়ে দেওয়া নিছক সাধারণ কোনো ঘটনা নয়। নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিন এটিই। এমন জয়ে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভূয়শী প্রশংসা উঠে এসেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিসিসিতে বলা হয়েছে- মাউন্ট মঙ্গানুই টেস্টে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের কোন সংস্করণেও এটাই বাংলাদেশের প্রথম জয়। এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নয়ই জানুয়ারি হ্যাগলি ওভালে হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট।

জার্মানি ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালিতে বলা হয়েছে- মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের অসাধারণ জয়, পঞ্চপাণ্ডবের চারজনই নেই- এমন ম্যাচে প্রতিপক্ষ কিনা টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। শুরুর আগে, এমনকি পরেও জয়ের আশা কেই বা করেছিল! মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের জয়টি তাই যেন আশার আকাশও ছাড়ানো।

ভারতের হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে-‘ঘরের মাঠেই শুধু টাইগার। বিদেশে গেলেই কঙ্কালসার ছবিটা ফুটে ওঠে।’ বুধবার বে ওভালে ঘুচে গেল বাংলাদেশে ক্রিকেটের সেই দুর্নাম। বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ঘরের মাঠে আট উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। যা নিউজিল্যান্ডের মাটিতে যে কোনও ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়।

এদিকে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে- ক্রিকেট ‘মহান অনিশ্চয়তার খেলা।’ যে দিন যে দল ভাল খেলবে, জয়তিলক তার কপালেই উঠবে। সেটাই হল। নিউজিল্যান্ডকে হারিয়ে অনেক রেকর্ড নিজেদের নামে করল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পরে ঘরে-বাইরে এর আগে কিউয়িদের বিরুদ্ধে ১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় অধরা ছিল। অবশেষে ১৬ নম্বর টেস্টে জয় এল। শুধু তাই নয়, আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকা দেশের মধ্যে কোনও দেশকে এই প্রথম তাদের ঘরের মাঠে হারাল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App